রবিবার (১৪ ফেব্রুয়ারি) সিলেট নগরীতে আরও ৩ হাজার ৬৮ জন নিয়েছেন করোনার ভ্যাকসিন।
সিলেটে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ১২টি বুথ,
সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতালে ১টি, বিজিবি ক্যাম্পে ১টি বুথে ভ্যাকসিন নেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।
তিনি জানান, রবিবার (১৪ ফেব্রুয়ারি) করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন মোট ৩ হাজার ৬৮ জন।
এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৫৭১ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ৫০৯ ও নারী ১ হাজার ৬২ জন।
অপরদিকে, সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন ৩৫০ জন নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ২৩৪ ও নারী ১১৬ জন।
এছাড়াও সিলেট বিজিবি ক্যাম্পে স্থাপিত বুথে ১৪৭ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে বিজিবি ক্যাম্পে পুরুষ ১৩৬ ও নারী ১১ জন নারী ভ্যাকসিন নিয়েছেন।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে ৭ ফেব্রুয়ারি (রবিবার) থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত