সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে পিচ্ছি সনি (২২) নামের এক তরুণী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।
সিলেট সদর উপজেলার কুমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসময় আরও দুই মাদক কারবারিকেও আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন-জকিগঞ্জের ২নং বীরশ্রী ইউনিয়নের আব্দুস সালামের ছেলে কাওছার আহমদ (২৯), মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরা বাজার ইউনিয়নের একা মধু গ্রামের নুরুজ্জামানের ছেলে উজ্জল আহমদ (২৬), মুন্সিগঞ্জের সদর থানার মুক্তারপুর (পূর্বশীল মন্দির) গ্রামের মৃত উর্পল দাশের মেয়ে পিচ্ছি সনি (২৩)।
বিষয়টি রবিবার (০৬ ডিসেম্বর) নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।
পুলিশ জানায়, গতকাল শনিবার ( ৫ ডিসেম্বর) এসআই মাহবুব মোরশেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন তিনি। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা ও ইয়াবার মূল্য ৯ হাজার ৬শত টাকা উদ্ধার করা হয়।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত