রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর সাবেক ভারপ্রাপ্ত যুব প্রধান প্রয়াত আক্তার হোসেন মিঠুর পরিবারকে ১ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর কার্যালয়ে প্রতিষ্ঠাতা যুব প্রধান আমিনুল ইসলামের সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল।
এসময় উপস্থিত ছিলেন-রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর কার্যকরী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, উপ পরিচালক মো আবদুস সালাম, সাবেক যুব প্রধান মোহাম্মদ নাজিম খান, বর্তমান যুব প্রধান সান রহমান সাথী।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত