সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন উপজেলা আর বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে।
মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট বিভাগে আরও ৫২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর পিসিআর ল্যাবে এই ৫২ জনের করোনা শনাক্ত হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
তিনি জানান, শাবির ল্যাবে মঙ্গলবার মোট ১৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সিলেটের ৫৮টি, হবিগঞ্জের ৫০টি ও সুনামগঞ্জের ৬৬ টি।
১৭৪টি নমুনার মধ্যে ৫২টি রিপোর্ট পজিটিভ আসে। নতুন ৫২ জন করোনা রোগীর মধ্যে সিলেট জেলার ১৫ জন, হবিগঞ্জের ১৯ জন এবং সুনামগঞ্জ জেলার ১৮ জন।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত