আজ রবিবার রাত ১২টা থেকে সিলেটে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (১০ জানুয়ারি) সকালে সংশ্লিষ্ট দফতরের বুলেটিনে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুলেটিনে জানানো হয়, মধ্যরাত থেকে সিলেটসহ সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আর নদী অববাহিকার কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
বুলেটিনে বলা হয়েছে– অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুঙ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে শনিবার আবহাওয়া অধিদফতরের বার্তায় বলা হয়েছে– চলতি সপ্তাহের মাঝামাঝি সারা দেশে বাড়তে পারে শীত, কমবে রাতের তাপমাত্রা।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে– উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত