সিলেটের বার্তা প্রতিবেদক:: মরণব্যধি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বিভাগের মধ্যে সিলেট জেলাতেই আশঙ্কাজনক হারে বাড়তে আছে।
সোমবার (২৭ জুলাই) সিলেটে নতুন করে ৭২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশী সিলেট জেলায় ৪৩ জন এবং সবচেয়ে কম হবিগঞ্জ জেলায় ১ জন।
এদিকে সুনামগঞ্জ জেলায় নতুন শনাক্ত হয়েছেন ২২ জন আর মৌলভীবাজার জেলায় ৬ জন।
সোমবার (২৭ জুলাই) সিলেটের দু’টি ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, সোমবার ওসমানী হাসপাতালের ল্যাবে শরীরের নমুনা পরীক্ষায় সিলেট বিভাগের আরও ৩৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। এই ৩৮ জনের মধ্যে সাতজন চিকিৎসকও রয়েছেন।
জানা গেছে, সোমবার শনাক্তকৃত ৩৮ জনের মধ্যে সিলেট জেলার ২৯ জন, সুনামগঞ্জের ২ জুন, হবিগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের ৬ জন।
শাবির ল্যাবে বাকি আক্রান্তদের করোনা ধরা পড়ে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত