সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও সিলেটভিউ২৪.কমের সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নবেল করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসি-আর ল্যাবে তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।
এর আগে, করোনার উপসর্গ থাকায় পরীক্ষার জন্য মঙ্গলবার নমুনা দেন। আজ রিপোর্ট আসে পজেটিভ।
বর্তমানে তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন। দ্রুত আরোগ্যলাভে সকলের দোয়া কামনা করেছেন শাহ দিদার আলম চৌধুরী নবেল।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত