মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন (টিকা) নেবেন প্রথমে দুই সংসদীয় আসনের সদস্য। সুনামগঞ্জ সদর আসনের অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ও সুনামগঞ্জ-আসনের সাংসদ মুহিবুর রহমান মানিকই প্রথমে নিচ্ছেন করোনার টিকা।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সুনামগঞ্জ সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ওইদিন ৮টি বুথে টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হবে।
দুই সাংসদ ছাড়াও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম একযোগে টিকা নেবেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.শামস উদ্দিন।
তিনি বলেন, তাদের টিকাগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জেলায় করোনার টিকাদানের কর্মসূচির সুচনা হবে।
পরে বিভিন্ন পর্যায়ের সম্মুখ যোদ্ধাদের দেয়া হবে রেজিষ্টেশনের মাধ্যমে।
সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন জানান, ইতোমধ্যে সুনামগঞ্জ জেলার জন্য ৮৪ হাজার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। টিকাদানে সকল প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।টিকাদানের জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর রেজিস্ট্রেশনকারীদের সবাইকে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত