সিলেটের বার্তা প্রতিবেদক:: ৬টি মোটরসাইকেলে ১২জন হেলমেটধারী গতিরোধ করার চেষ্ঠা করেছিল সিলেটের শিল্পপতি আতাউল্লাহ সাকেরের গাড়ি।
ভাগ্যিস, তখন তিনি গাড়িতে ছিলেন না।
এ জন্য নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা মাথায় রেখে এসএমপির কোতোয়ালী ও শাহপরান থানায় জিডি করেছেন তিনি।
সিলেট নগরীর খরাদিপাড়ার করিম উল্লাহ হাউসের মরহুম শাহজাহান উল্লাহের ছেলে আতাউল্লাহ সাকের। তিনি সিলেটের করিম উল্লাহ মার্কেটের স্বত্ত্বাধিকারী। এছাড়া মেসার্স সাকের অটো ব্রিক্স, এস আর ক্যাপিটাল লি.-এরও মালিকানায় আছেন তিনি।
জিডি ও র্যাব-৯ বরাবর অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আতাউল্লাহ সাকের।
দুটি থানায় ভিন্ন দুটি জিডি করা হলেও এর ভাষ্য একই। জিডিতে আতাউল্লাহ সাকের উল্লেখ করেছেন, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট সরকারি কলেজের বিপরীতে অবস্থিত আল জালাল সিএনজি স্টেশন থেকে তার গাড়ির চালক জাকির আহমদ বাসায় ফিরছিলেন। গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৪-০৭৮৯। ফেরার পথে এমসি কলেজ হোস্টেলের সামনে স্পিডব্রেকারের কাছে ছয়টি মোটরসাইকেলে দুজন করে ১২ জন হেলমেট পরিহিত লোক গাড়ির সামনে-পেছনে, ডানে-বামে গতিপথ আটকে রাখে। ওই সময় তিনি (আতাউল্লাহ) গাড়িতে না থাকায় তারা দ্রুত চলে যায়।
এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আতাউল্লাহ সাকের।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত