সিলেটের বার্তা ডেস্ক:: দেশে মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) প্রাণ হারিয়েছেন আরও ৫১ জন।
এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৫৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৩৪ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।
শুক্রবার কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় মৃত ৫১ জনের মধ্যে পুরুষ ৪০ জন এবং নারী ১১ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত