আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অস্বাস্থ্যকর পরিবেশে ফিজার খাদ্য তৈরী, ৯ লাখ টাকা জরিমানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২০, ০৫:৫৪ অপরাহ্ণ
অস্বাস্থ্যকর পরিবেশে ফিজার খাদ্য তৈরী, ৯ লাখ টাকা জরিমানা
শেয়ার করুন/Share it

সিলেটের বার্তা ডেস্ক:: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর দায়ে ফিজাকে ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর গোটাটিকর এলাকায় বিসিক শিল্প নগরীর ফ্যাক্টরিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান নেতৃত্বে অভিযান চালায় র‍্যাব-৯।

এসময় র‌্যাব-৯ সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান উপস্থিত সাংবাদিকদের জানান, ড্রেনের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণসহ স্যাঁতসেঁতে দুর্গন্ধযুক্ত স্থানে তৈরি করা মিষ্টি রাখা ছিলো। এছাড়া এসব পণ্য প্রস্তুত ও প্যাকেটজাত করার কাজে নিয়োজিত কর্মীরা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছেন। সর্বোপরি খাদ্য উৎপাদন ফ্যাক্টরি ব্যবস্থাপনায় অনেক ত্রুটি রয়েছে।

আখতারুজ্জামান বলেন, ফিজার পরিচালক নজরুল ইসলাম বাবুলকে ৬ লাখ ও জেনারেল ম্যানেজার এহতেশাম মাবরুরকে ৩ লাখ- এই মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এমডিকে তিনমাস ও জিএমকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হবে।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  আফম কামাল হত্যা: রাতে আ'লীগকে দায়ী করে দিনে সুর পাল্টাল বিএনপি!
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১