আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তার নিয়ে কানাইঘাটে খুন, আটক-২

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২০, ১০:৪৮ অপরাহ্ণ
আধিপত্য বিস্তার নিয়ে কানাইঘাটে খুন, আটক-২
শেয়ার করুন/Share it

কানাইঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে খুনের ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, একই গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র কামাল আহমদ (৪৫) ও মৃত তবারক আলী তবাইর পুত্র রহিম উদ্দিন (৫৫)।

আজ বৃহস্পতিবার ভোর রাতে এলাকার জংলা বাজার ও গাছবাড়ী চৌমোহনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেচেন কানাইঘাট থানার সেকেন্ড অফিযার স্বপন চন্দ্র সরকার।

জানা যায়, বুধবার রাতে কানাইঘাট উপজেলায় গ্রামে আধিপত্য বিস্তারের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এবাদ উদ্দিন (৪৫) নিহত হন।

নিহত এবাদ দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ছত্রপুর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।ওই গ্রামের ছয়ফুল্লার ছেলে।

এদিকে নিহতের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত কামাল আহমদ ও রহিম উদ্দিন সহ ৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে বৃহস্পতিবার রাতে একটি হত্যা মামলা (নং- ১৭) দায়ের করেছেন।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম ও থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ। তারা এবাদুর রহমান হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে নিহতের স্বজনদের আশ্বস্ত করেন। স্থানীয়রা জানিয়েছেন, নিহত এবাদ একজন দিনমজুর। তিনি এলাকায় নিরীহ হিসেবে চলাফেরা করতেন। তার ৪টি অবুঝ ছেলে-মেয়ে রয়েছে। যারা তাকে হত্যা করেছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন তারা।

এব্যাপারে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, পূর্ব বিরোধের জের ধরে এক পক্ষের হামলায় এবাদুর রহমান আহত অবস্থায় মারা গেছেন। আমরা হত্যাকান্ডের সাথে জড়িত দুজনকে গ্রেফতার করেছি। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার করতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১