আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আল্লামা আহমদ শফী ছিলেন একবিংশ শতাব্দীর মহাপুরুষ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২০, ০৭:৩৪ অপরাহ্ণ
আল্লামা আহমদ শফী ছিলেন একবিংশ শতাব্দীর মহাপুরুষ
শেয়ার করুন/Share it

সংবাদ বিজ্ঞপ্তি:: হেফাজতে ইসলামের আমীর ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খ জিয়া উদ্দিন।

শনিবার এক শোকবার্তায় আল্লামা শায়খ জিয়া উদ্দীন-বলেন- আল্লামা শাহ আহমদ শফী একবিংশ শতাব্দীর কিংবদন্তীতুল্য মহাপুরুষ ছিলেন। ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বিকাশে এবং সমাজ সংস্কারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী রাহ. এর ইন্তেকালে গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি এসব কথা বলেন।
শায়খ জিয়া উদ্দীন বলেন- আল্লামা আহমদ শফী রাহ. শায়খুল ইসলাম মাদানী রাহ. এর প্রকৃত উত্তরসূরি ছিলেন।
দারস ও তাদরীসের মাধ্যমে রিজাল গঠনের পাশাপাশি মানুষের আত্মশুদ্ধির ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে গেছেন।
আল্লামা আহমদ শফীকে বাংলাদেশের ইসলামী জাগরণের পুরোধা উল্লেখ করে শায়খ জিয়া বলেন- দেশের সামাজিক ও রাজনৈতিক ময়দানে শায়খের প্রতিষ্ঠিত হেফাজতে ইসলামের ঐতিহাসিক আন্দোলন এদেশের ভূ রাজনীতিতে ইসলামকে প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শায়খ জিয়া উদ্দীন বলেন- শিরক-বিদআতের বিরুদ্ধে হযরত রাহ. ছিলেন আপোষহীন। কোনো বাতিলের সাথে তিনি কোনদিন আপোষ করেন নি।
তাঁর ইন্তেকালে উম্মাহর অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন- এরকম মহামনীষী শতাব্দীতে একবারই আসে। তাঁর ইন্তেকালে আমরা সত্যিকার অর্থেই অভিভাবকশূণ্য হয়ে গেলাম। তিনি হযরতের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে জগন্নাথপুরে জাপার বিক্ষোভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১