আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এবারও ওরস হবে না শাজালাল মাজারে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১২, ২০২১, ০২:৫২ অপরাহ্ণ
এবারও ওরস হবে না শাজালাল মাজারে

ফাইল ফটো

শেয়ার করুন/Share it

সিলেটের হযরত শাহজালাল রহ. মাজারে এবারও হবে না বাৎসরিক ওরস মোবরক।

মহামারী করোনাভাইরাসের প্রাদূর্ভাব বৃদ্ধির ফলে এবছরের ৭০২ তম ওরস স্থগিত করা হয়েছে।

আজ শনিবার (১২ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্যটি নিশ্চিত করেন
দরগা-ই হযরত শাহজালাল মাজারের মোতাওয়াল্লি ফাতেহউল্লাহ আল আমান।

তিনি জানান, ১১ ও ১২ জুলাই শাহজালাল মাজারের ওরস হওয়ার কথা ছিল। কিন্তু ওরসের আয়োজন করা হলে প্রচুর ভক্ত-অনুরাগী ভিড় করবেন। এতে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হবে না। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। এ কারণে এবারের ওরস আয়োজন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাজারের খাদেম সামুন মাহমুদ খান বলেন, ৭০০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো শাহজালাল মাজারের ওরস হচ্ছে না। মুক্তিযুদ্ধের বছরও এখানে ওরস হয়েছে। কিন্তু এবার তা করা সম্ভব হবে না।

তিনি বলেন, আমরা প্রথমে ভক্ত-অনুরাগীর ভিড় ছাড়াই নিয়ম রক্ষার জন্য ওরস আয়োজন করতে চাচ্ছিলাম। গত সপ্তাহে লোক সমাগম ছাড়া মাজারের লাকড়ি তোড়া উৎসবও করি। কিন্তু ওইদিন দেখা যায়, কাউকে না বললেও অনেক লোকই মাজারে জড়ো হয়ে যান। ফলে ওরসের আয়োজন করলেও ভক্তদের উপস্থিতি ঠেকানো যাবে না। এ কারণে প্রথমবারের মতো এবার এ মাজারের ওরস হচ্ছে না।

করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। এ কারণে এবারের ওরস আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ভক্ত ও আশিকানগনকে দরবার শরীফে একত্রিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  অধ্যাপক জাকিরের ভাইয়ের জানাযা বাদ জুম্মা, মহানগর আ.লীগের শোক
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১