আজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত ক্রিকেটার রাহী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২০, ১০:৫০ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত ক্রিকেটার রাহী
শেয়ার করুন/Share it

খেলাধুলা বার্তা:: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটি ক্রিকেটার রাহী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) তার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা পজেটিভ আসে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার ও সিলেটের কৃতী সন্তান আবু জায়েদ রাহী এর আগে গত ২২ সেপ্টেম্বর তিনি করা করোনা টেস্টের জন্য নমুনা জমা দিয়েছিলেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় দলের পেস বোলার আবু জায়েদ চৌধুরী রাহীর করোনা পজিটিভ। তাকে আইসোলেশনে রেখে কোভিড-১৯ গাইডলাইন অনুসারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে আবু জায়েদ চৌধুরী রাহীর সঙ্গে নমুনা দেয়া বাকি সকল ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ।

বুধবার বিকালে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বরের করোনা টেস্টে সবার ফল নেগেটিভ এসেছিল। তবে দুজন ছিলেন বর্ডার লাইনে (বর্ডার নেগেটিভ)। ফলে ১৬ জন অনুশীলন করেন। বাকি ১১ জনকে দূরে রাখা হয়। সেই ১১ জনসহ ক্যাম্পের জন্য ডাক পাওয়া ২৭ জনের আরেক দফা করোনা টেস্টের জন্য ২২ সেপ্টেম্বর  নমুনা নেওয়া হয়। একদিন পরই (আজ) তাদের রিপোর্ট এসেছে। তাতে শুধু রাহীর শরীর করোনাভাইরাস ধরা পড়েছে।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  হবিগঞ্জে মাঠে সেনাবাহিনী, কঠোর সতর্কতা
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০