আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনায় দুনিয়াজুড়ে ৬ লাখ ছাড়ালো মৃতের সংখ্যা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২০, ২০২০, ০২:৩৬ অপরাহ্ণ
করোনায় দুনিয়াজুড়ে ৬ লাখ ছাড়ালো মৃতের সংখ্যা
শেয়ার করুন/Share it

আন্তর্জাতিক বার্তা:: দুনিয়াজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘন্টায় বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬০ হাজার মানুষ।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখা ছাড়িয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১ লাখ ৪০ হাজার। ব্রাজিলে ৭৮ হাজার। যুক্তরাজ্যে ৪৫ হাজারের বেশি। মেক্সিকোতে ৪০ হাজারের কাছাকাছি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গত চব্বিশ ঘন্টায় বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ। মহামারি শুরুর পর থেকে এটাই একদিনে শনাক্তের সর্বোচ্চ সংখ্যা।

হু বলছে এই প্রথম সংক্রমণের সংখ্যা একদিনে আড়াই লাখের বেশিতে পৌঁছল।

সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়ছে আমেরিকা, ব্রাজিল, ভারত আর দক্ষিণ আফ্রিকায়।

বিশ্বের মৃত্যুর সংখ্যাও একদিনে বেড়েছে ৭,৩৬০। ১০ই মে-র পর এটাই একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

আমেরিকার জন্স হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা শনিবার ১ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর সংখ্যা শনিবার পর্যন্ত ছিল ৬ লাখ।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  সীমাহীন সমস্যায় সিসিকের ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ডবাসাী
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১