আজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘করোনায় মারা যান নি প্রবাসী সেই নারী’

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৩, ২০২০, ০৩:৪২ পূর্বাহ্ণ
‘করোনায় মারা যান নি প্রবাসী সেই নারী’
শেয়ার করুন/Share it

নিজস্ব প্রতিবেদক:: করোনাভাইরাসে যখন কাঁপছে পুরো বিশ্ব। ঠিক তখন বাংলাদেশেও চলছে মানুষের মাঝে আতঙ্ক-উৎকন্ঠা। সেই আতঙ্ক বেড়ে যায় রবিবার সিলেটে হাসপাতালের আইসোলেশনে থাকা এক প্রবাসী নারীর মৃত্যুর খবরে।

ঘটা করে সংবাদও প্রকাশ হয়ছিল সিলেটের নিভিন্ন গণমাধ্যমে। তবে সেটি ফাইনাল রিপোর্ট আসার আগ পর্যন্ত নিশ্চিত হওয়া দায় ছিল যে আসলেই কি করোনায় মৃত্যু ঘটেছে কিনা?

রবিবার রাতে ঢাকা থেকে ই-মেইল মারফত রিপোর্ট এসেছে সিলেটে।

মারা যাওয়া প্রবাসী সেই নারীর শরীরে করোনাভাইরাস ছিল না।

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

গত সপ্তাহে যুক্তরাজ্য ফেরত এই মহিলা জ্বর, সর্দিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হন।

উল্লেখ্য, রবিবার সিলেটে করোনা সন্দেহে চিকিৎসাধীন আরেক যুক্তরাজ্য প্রবাসী নারী মারা গেছেন। তাকে দুপুরে নগরীর মানিক পীর গোরস্থানে দাফন করা হয়েছে। মারা যাওয়ার পর এই নারী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না সেটি পরীক্ষার জন্য তার রক্তের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, ৪৮ ঘন্টার রিপোর্ট পাওয়া যাবে।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  ফেঞ্চুগঞ্জে চিরনিদ্রায় সেলিনা, ফেইসবুকের স্ট্যাটাস নিয়ে তোলপাড়
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০