আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনায় মৃতের সংখ্যা ১০হাজার, চীনকে ছাড়াল ইতালি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২১, ২০২০, ১২:২০ পূর্বাহ্ণ
করোনায় মৃতের সংখ্যা ১০হাজার, চীনকে ছাড়াল ইতালি
শেয়ার করুন/Share it

আন্তর্জাতিক বার্তাঃ প্রাণঘাতী করোনাভাইরাস এর বিষাক্ত ছোবলে সারাবিশ্বে মৃতের সংখ্যা ১০হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আরও প্রায় এগারশ মানুষের মৃত্যু হয়েছে।  এর মধ্যে ইতালিতে সর্বোচ্চ চারশ ২৭ জন।  এতে ভাইরাসটিতে মারা যাওয়ার সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কোভিড-১৯ রোগে শেষ খবর পর্যন্ত বিশ্বব্যাপী ১০ হাজার ৪৮ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে।  এতে মৃতের সংখ্যায় ইতালি ভাইরাসটির শনাক্তস্থল চীনকে ছাড়িয়ে গেছে।

কোভিড-১৯ রোগে চীনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন।  যার মাধ্যমে দেশটিতে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার দুইশ ৪৮ জনে।  ইরানে মারা গেছেন একশ ৪৯ জন, সর্বমোট এক হাজার দুইশ ৮৪ জন।  একশ ৯৩ নতুন মৃত্যু নিয়ে স্পেনে সে সংখ্যা ঠেকেছে আটশ ৩১ জনে।  একই সময়ে একশ আট জনের মৃত্যু হয়েছে ফ্রান্সে। দেশটিতে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনশ ৭২ জনে।

এদিকে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর তথ্য জানিয়েছে রাশিয়া।  মারা যাওয়া ব্যক্তির বয়স ৭৯ বছর।

অন্যদিকে নিকারাগুয়া, এল সালভেদর, ফিজি কোভিড-১৯ রোগে প্রথম আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

একশ ৬৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৫ হাজারের বেশি।  আর সুস্থ হওয়ার সংখ্যা প্রায় ৮৯ হাজার।

 

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  মনোনয়ন দাখিল করলেন আ.লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১