আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনা: ইতালিতে প্রথম বাংলাদেশির মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২১, ২০২০, ০১:০৩ অপরাহ্ণ
করোনা: ইতালিতে প্রথম বাংলাদেশির মৃত্যু

নিহত গোলাম মাওলা (৫৫)।

শেয়ার করুন/Share it

প্রবাস বার্তা:: মরণ ব্যধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে এই প্রথম বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত গোলাম মাওলা (৫৫) নামে ওই বাংলাদেশি ইতালির উত্তরাঞ্চলের লম্বারদিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইতালিতে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী কেরোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় ইউরোপের ওই দেশটিতে প্রাণ হারিয়েছেন ৬২৭ জন।

জানা যায়, তিনি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এরপর থেকে মিলানোর নিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার না ফেরার দেশে চলে যান। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায়।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। গোলাম মাওলা পরিবার নিয়ে ইতালির মিলান শহরে বসবাস করছিলেন।

একদিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় এটি একটি রেকর্ড। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  বাঘায় বিকেলে নিখোঁজ, সকালে পুকুরে মিলল দুই শিশুর লাশ উদ্ধার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১