আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনা: শুরুর দিনই ওসমানীতে ১১৬জনের নমুনা জমা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০, ০৪:৫৬ অপরাহ্ণ
করোনা: শুরুর দিনই ওসমানীতে ১১৬জনের নমুনা জমা
শেয়ার করুন/Share it

নিজস্ব প্রতিবেদক:: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে শুরু হয়েছে করোনাভাইরাস পরীক্ষা।

শুরুর দিনই করোনা ল্যাবে জমা পড়েছে ১১৬ জনের নমুনা।

বিষয়টি নিশ্চিত কর  হাপসাতালের পরিচালক ইউনুছুর রহমান বলেন, ইতোমধ্যে আমাদের কাছে সিলেটে বিভাগের ১১৬ জনের শরীরের নমুনা এসেছে। বিকেলের মধ্যে আরও অনেক স্যাম্পল আসার কথা রয়েছে।

তিনি বলেন, প্রথমে তিনটি লেভেলের প্রসেস শেষে নমুনা পিসিআর মেশিনে দেওয়ার পর ১৪৫ মিনিট সময় লাগে এই টেস্ট করতে। সবমিলিয়ে চার ঘন্টা লাগবে এই টেস্ট সম্পন্ন করতে। একই সাথে ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে। তবে প্রথমবারে ৯৪টি এবং এরপর থেকে ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে।

ওসমানী হাসপাতাল সূত্র জানায়, সিলেটে শনাক্তকরণ পরীক্ষা হলেও প্রথমদিকে পরীক্ষার ফলাফল সিলেট থেকে দেওয়া হবে না। পরীক্ষার ফল ফলাফল পাঠানো হবে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)-এ। তারা প্রাত্যহিক ব্রিফিং এই রিপোর্টগুলো প্রকাশ করবেন।

 

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  রোহিঙ্গা ঠেকাতে বিজিবিকে চিঠি
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১