আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ছয় সপ্তাহের লকডাউনে পুরো ইংল্যান্ড

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২১, ০১:০১ অপরাহ্ণ
ছয় সপ্তাহের লকডাউনে পুরো ইংল্যান্ড
শেয়ার করুন/Share it

নতুন বৈশিষ্ট্যের প্রাণঘাতী করোনা জেঁকে বসেছে পুরো যুক্তরাজ্য। তাই ফের ২য় বারের মতো কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে দেশটিতে।

আগামী ছয় সপ্তাহের জন্য লকডাউনের আদেশ জারী করা হয়।

পরিস্থিতি সামনে আরো ভয়াবহ হতে পারে। সেটা সামাল দিতে গতকাল সোমবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করেছেন। খবর বিবিসির।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গেল মার্চে প্রথম দফা লকডাউন ঘোষণা করেছিল যুক্তরাজ্য। দশ মাস পর আবার তারা লকডাউন ঘোষণা করলো। এবারের পরিস্থিতি আরো নাজুক। শুধু ইংল্যান্ড নয়, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডও লকডাউন ঘোষণা করবে।

এই লকডাউন চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে। এ সময়ে কাজ এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। যারা ঘরে বসে অফিস করতে পারবে না তাদের অফিসে যাওয়ার অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার থেকে সবগুলো স্কুল ও কলেজ অনলাইন প্লাটফরমে ক্লাস নিতে শুরু করবে।

যুক্তরাজ্যে এ পর্যন্ত ২৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৭৫ হাজারের অধিক মানুষ। গেল এক সপ্তাহ ধরে সেখানে দৈনিক ৫০ হাজারের অধিক মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  বখাটেদের উৎপাত বন্ধে ওয়ার্ডে ওয়ার্ডে অভিযান চালাবে সিসিক
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১