আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জকিগঞ্জে যুবলীগের আহবায়ক বহিস্কার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২১, ০২:৫৭ অপরাহ্ণ
জকিগঞ্জে যুবলীগের আহবায়ক বহিস্কার
শেয়ার করুন/Share it

সিলেটের জকিগঞ্জে দলের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার দায়ে বহিস্কার করা হয়েছে উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদকে।

বুধবার (২০ জানুয়ারি) যুবলীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

দলের শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য গঠণতন্ত্রের ২২ এর (ক) ধারা অনুযায়ী এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহি সংগঠন। এই সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা সকল সদস্যদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। তিনি বলেন, ৩০ জানুয়ারি জকিগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জনাব খলিলুর রহমানকে দল থেকে নৌকা মার্কা প্রদান করা হয়। আর তাই নৌকাকে বিজয়ী করা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নৈতিক দ্বায়িত্ব। এ ক্ষেত্রে জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ নৌকা মার্কাকে সমর্থন না করে নিজেই স্বতন্ত্র প্রার্থী হন যা দলের জন্য শৃঙ্খলা পরিপন্থী।

এমতাবস্থায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খাঁন নিথিল এর নির্দেশনা মোতাবেক জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ কে গণতন্ত্রের ২২ এর (ক) ধারা অনুযায়ী সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  করোনায় আক্রান্ত ওসমানীনগরের ওসি শ্যামল বণিক
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১