আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২১, ১২:২৬ অপরাহ্ণ
দক্ষিণ সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত
শেয়ার করুন/Share it

জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে প্রাণ হারালেন চাচা ও ভাতিজা।

আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, জমিজমা নিয়ে গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার (৪২) বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে এদিন সকালে চাচা ও ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি শুরু হয়।

এ সময় গুরুতর আহত চাচা আব্দুল তাহিদ ও ভাতিজা রিপন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদীর আহমদ জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাচায় ভাতিজাকে এবং ভাতিজা চাচাকে আঘাত করলে দু’জনেই মারা যান।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  বিশ্বম্ভরপুরে করোনা আক্রান্ত ৩ স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১