আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় শর্ট সার্কিট থেকে তেলবাহী গাড়িতে আগুন, নিহত ২

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৫, ২০২০, ০২:১৬ পূর্বাহ্ণ
দক্ষিণ সুরমায় শর্ট সার্কিট থেকে তেলবাহী গাড়িতে আগুন, নিহত ২
শেয়ার করুন/Share it

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমায় শর্ট সার্কিট থেকে তেলবাহী গাড়িতে আগুন লেগে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, দক্ষিণ সুরমার কুচাই এলাকার বাসিন্দা ওয়ার্কশপ মালিক কমর উদ্দিন (৩৫) ও চালক মানিক মিয়া (৩৭)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (১৪ ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কুচাই এলাকার একটি ওয়ার্কসপে গাড়ি মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্থানীয় মা ওয়ার্কসপে দ্মা কোম্পানীর একটি তেলের গাড়ির (ঢাকা মেট্টো (চ-৪১-০২০৯) মেরামত চলছিল। এসময় গাড়ির ভেতরে ঢুকে ওয়েলডিং (জ্বালাই) করার সময় আগুন ধরে বিস্ফোরিত হয়। ফলে ঘটনাস্থলেই এ দু’জন প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় অপর একজনকে উদ্ধার করে স্থানীয় লোকজন।

খবর পেয়ে স্টেশন অফিসার রায়হান চৌধুরীর নেতৃত্বে দমকল বাহিনী সিলেটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং দু’টি মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে রায়হান চৌধুরী বলেন, গাড়ির ভেতরে মেরামত করতে গিয়ে ওয়েলডিংকালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে দুর্ঘটনায় একজনের মরদেহ গাড়ির বাইরে এ সে পড়ে। আরেকজনের মরদেহ গাড়ির ভেতর থেকে বের করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরেছি। পদ্মা ওয়েলের গাড়ি মেরামত করতে গিয়ে ওয়েলডিং করার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  কর্মহীন মানুষের মাঝে বাসদের খাদ্য বিতরণ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১