আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশে আরও ১০১ জনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২১, ১০:৪৯ অপরাহ্ণ
দেশে আরও ১০১ জনের মৃত্যু
শেয়ার করুন/Share it

দেশে মহামারী করোনা ভাইরাসে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। প্রতিদিন ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) মরণব্যাধি এই ভাইরাসে দেশে ১০১ জনের মৃত্যু হয়েছে।

একদিনে করোনায় প্রাণ গেলো ১০১ জনেরযা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল চলতি বছরের ১৪ এপ্রিল। সেদিন ৯৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ৪ হাজার ৪১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

দেশে এখন পর্যন্ত ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১০ হাজার ১৮২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  সিলেটের ৮ ইউনিয়নের মানুষ পেলেন পররাষ্ট্রমন্ত্রীর শীতবস্ত্র উপহার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১