আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রোজা অবস্থায় টিকা নিলে রোজা ভঙ হয় কিনা?

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২১, ০৩:৩৪ অপরাহ্ণ
রোজা অবস্থায় টিকা নিলে রোজা ভঙ হয় কিনা?
শেয়ার করুন/Share it

পবিত্র রমজানে রোজা অবস্থায় অনেকের মহামারী করোনা ভাইরাস প্রতিরোধক করোনার টিকার ২য় ডোজ গ্রহণ করছেন, করবেন।

টিকাগ্রহিতাদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে রোজা অবস্থায় টিকা নিলে রোজা ভঙ হয়ে যাবে কিনা?

অনেকে টিকা নিতে গিয়ে দ্বিধা-দ্বন্ধে পড়ছেন। তারা জানতে চান, রমজানে রোজা রেখে টিকা নিলে রোজা হবে কিনা।

জেনে রাখা জরুরি যে, টিকা বা ইনজেকশনের শরয়ি হুকুম বুঝতে হলে প্রথমে দুইটি বিষয়ে নিশ্চিত হতে হবে। যথা- এক. ইনজেকশনের পদ্ধতিটি কি রোজায় কোনো ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে কিনা? দুই. কোন উদ্দেশ্যে ইনজেকশন দেওয়া হচ্ছে? আর উদ্দেশ্যের ভিন্নতার কারণে ইনজেকশনের হুকুমে কোনো ভিন্নতা আসবে কিনা?

টিকা ও ইনজেকশন নেওয়ার পদ্ধতি
বিজ্ঞ ডাক্তারদের বক্তব্য ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে একথাই প্রমাণিত যে, ইনজেকশন কয়েকভাবে দেওয়া হয়। এক. মাংসপেশিতে ইনজেকশন দেওয়া। দুই. চামড়া ও মাংসপেশির মাঝামাঝি ইনজেকশন দেওয়া। তিন. সরাসরি পেটে ইনজেকশন দেওয়া। চার. অধিকাংশ সময় রগের মাঝে দেওয়া হয়। এবার ভাবনার বিষয় হলো- এই চার ধরনের ইনজেকশনের বিধান কী?

এর স্বাভাবিক ও সহজ উত্তর হলো- ইনজেকশন রগে দেওয়া হোক (যেমন সাধারণত রোগীদের দেওয়া হয়) অথবা চামড়া বা মাংসপেশিতে দেওয়া হোক; কিংবা পেটে দেওয়া হোক— যেমন কুকুর কামড় দিলে পেটে ইনজেকশন দেওয়া হয়; এসব ধরনের বিধান হলো- এভাবে টিকা নিলে বা ইনজেকশন দিলে রোজা ভাঙবে না।

ইনজেকশনের ব্যাপারে জমহুর ওলামাদের রায় এটাই যে, এর মাধ্যমে রোজা ভাঙে না। আর যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে নেওয়া হয় এবং তা সরাসরি খাদ্যনালি ও পাকস্থলিতে যায় না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনাভাইরাসের টিকা নিলে রোজা ভাঙবে না। এ মর্মে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমরাও একই মত পোষণ করেছেন।

তথ্যসূত্র : ইমদাদুল ফাতওয়া : ২/১৪৪-১৪৭; ফাতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ : ৬/৪০-৪০৯; ফাতওয়া রহিমিয়া : ৭/২৫৭; আহসানুল ফাতওয়া : ৪/৪২২; কিফায়াতুল মুফতি : ৪/২৫৩; ফাতওয়ায়ে মাহমুদিয়া : ১৫/১৭৩-১৭৯; ফাতওয়ায়ে হক্কানি : ৪/১৬২-১৬৩; আপকি মাসায়িল আওর উনকা হল : ৩/২১২; জাদিদ ফিকহি মাসায়িল : ১/১২২-১২৪; ফাতাওয়া মুফতি মাহমুদ : ৩/৪৮৮-৪৮৯; কিতাবুল ফাতওয়া : ৩/৩৯১-৩৯২; ফাতওয়া উসমানি : ২/১৮১-১৮৬; ইমদাদুল ফাতওয়া : ৩/১৩৩-১৩৪; খাইরুল ফাতওয়া : ৪/৭৪

আরও পড়ুন:  সিলেটে যখন, যেখানে ঈদের জামাত

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১