আজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনের প্রথমদিনে নগরে সিসিকের অভিযানে ১৯ মামলা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১, ১১:০৮ অপরাহ্ণ
লকডাউনের প্রথমদিনে নগরে সিসিকের অভিযানে ১৯ মামলা
শেয়ার করুন/Share it

লকডাউনের প্রথমদিন সোমবার (০৫ এপ্রিল) নগরীতে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি করপোরেশন।

মহামারী করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকারের জারি করা প্রজ্ঞাপন ও স্বাস্থ্যবিধি না মানায় সিসিকের ভ্রাম্যমান আদালত ১৯ টি মামলা করেছেন। বিভিন্ন ব্যক্তিও প্রতিষ্ঠানকে করা হয়েছে ৩০ হাজার ৯ শত টাকা জরিমানা।

সোমবার সিলেট নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, বারুতখানা, জল্লারপাড়, চৌহাট্টা এলাকায় সকালে এবং বিকেলে সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অনুযায়ি মাস্ক না পরা, নির্দেশনা অমান্য করে গণপরিবহন চালনা এবং রেস্টুরেন্টে বসে খাবার গ্রহন ও বিক্রি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়ে দোকান-পাট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা থাকলেও এই নির্দেশনা না মানার অভিযোগে ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। এবং তাদের কাছ থেকে জরিমানার ৩০ হাজার ৯ শত টাকায় আদায় করেন আদালত।

৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত লকডাউন চলাকালে সিলেট সিটি করপোরেশনের এই অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারিসহ সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  অন্তিম শয়ানে এমপি কয়েস চৌধুরী
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০