আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না ৩০ মে’র আগে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৬, ২০২০, ১২:২১ পূর্বাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না ৩০ মে’র আগে

শিক্ষামন্ত্রণালয়ের লোগো।

শেয়ার করুন/Share it

শিক্ষাঙ্গন বার্তা:: দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ মে’র আগে খুলছে না। মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ছুটি থাকবে।

৫ মে, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। সচিব বলেন, ঈদের ছুটিসহ ৩০ মে পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিগগিরই ছুটির আদেশ জারি হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার বক্তব্যে জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়বে কিনা তা পরে যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রয়োজন হলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ৮ মার্চ প্রথম ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর প্রথম গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে দফায় দফায় ছুটি বাড়ানো হয়।

এদিকে দেশে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। এতে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯২৯ জন। এছাড়া আজ আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জনে।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  বালাগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১