আজ শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে দধিচিড়া উৎসবে মঙ্গল কামনা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৪, ২০২১, ০২:৫৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে দধিচিড়া উৎসবে মঙ্গল কামনা
শেয়ার করুন/Share it

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দধিচিড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলার দক্ষিণ উত্তরশূর শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরে জাগতিক মঙ্গলকামনায় গ্রীষ্মকালীণ ফলফলাদি দিয়ে দধিচিড়া মহোৎসব হয়।

উৎসব উপলক্ষে আয়োজন করা হয় পূর্জাচনা, ধর্মালোচনা, হরিনাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ।

এ সময় ধর্মালোচনা, ধমীর্য় সংগীত ও পূর্জাচনায় অংশনেন সুমেধা শ্যাম দাশ ব্রম্মচারী, রবিজা কৃষ্ণ দাশ অধিকারী, আনন্দ মোহন কেশব দাশ অধিকারী আশিষ, শচিন্দ্র মোহন দাশ অধিকারী সঞ্জয় কুমার দে, শ্রীমা রানী দাশ, শিখা দে, স্বর্ণা দাশ, ননী গোপ দাশ অধিকারী,অচ্যুতা দেবী দাশী ও দিবা রানী দেব নাথ।

আয়োজকরা জানান, করোনার কারণে নিত্য পূর্জাচনা ছাড়া অন্যকিছু হচ্ছেনা। প্রতিবছর আম কাঠালের এ মৌসুমে ভগবানের উদ্দেশ্যে দধিচিড়া সংযুক্তে তা নিবেদন করা হয়। জাগতিক মঙ্গল কামানায় সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে এ আয়োজন করেন।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  বসতঘর সংস্কার করা হল না: মাটিচাপায় নিহত ৪ নারী
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০