আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটি নায়ক হেলাল খানের পিতা ও ভাই করোনায় আক্রান্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০, ০৫:১২ অপরাহ্ণ
সিলেটি নায়ক হেলাল খানের পিতা ও ভাই করোনায় আক্রান্ত
শেয়ার করুন/Share it

সিলেটের বার্তা ডেস্ক:: মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সিলেটের নায়ক হেলাল খানের পিতা ও ভাই।

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

নায়ক হেলাল খানের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।

এর আগে তার ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হন। এ তথ্য নিশ্চিত করেছেন হেলাল খান।

এ চিত্রনায়ক তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন। আমার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।’

হেলাল খানও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তার বাবার দেখাশোনা করছেন বলেও জানান তিনি।

দীর্ঘদিন ধরে হেলাল খান অভিনয় থেকে দূরে রয়েছেন। ‘জুয়াড়ি’, ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’, ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনি’সহ বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘জুয়াড়ি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  বালাগঞ্জে জাপা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১