আজ শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের তিনটি টিকা কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ নিলেন আরও ৩৩৪৩ জন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২১, ১১:১২ অপরাহ্ণ
সিলেটের তিনটি টিকা কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ নিলেন আরও ৩৩৪৩ জন

ফাইল ছবি

শেয়ার করুন/Share it

সিলেটের তিনটি টিকাকেন্দ্রে মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন আরও ৩ হাজার ৩শ’ ৪৩ জন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বিজিবি হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে এ টিকা প্রদান করা হয়।
টিকার ব্যবস্থাপনায় থাকায় সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। গত ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাদেরকে আজ দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা নেন ২ হাজার ৫৯৩ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৫৬১ জন ও নারী ১ হাজার ৩২ জন।
বিজিবি হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা নেন ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ৪৬০ জন ও নারী ১০ জন।
এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ টিকা নেন ২৮০ জন। এর মধ্যে পুরুষ ২১২ জন ও নারী ৬৯ জন।
সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  ১৫ লাখ অভিবাসী নেবে কানাডা
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০