আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটের হাসপাতালে ২৮ জন করোনা রোগী, ২ জনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৮, ২০২০, ০৭:১৭ অপরাহ্ণ
সিলেটের হাসপাতালে ২৮ জন করোনা রোগী, ২ জনের মৃত্যু
শেয়ার করুন/Share it

সিলেটের বার্তা প্রতিবেদক::মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে ড. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ২৮ জন রোগী।

এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এদিকে করোনার উপসর্গ নিয়ে শুক্রবার দুপুর ২টার দিকে দুজনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাদের একজনের বাসা নগরীর দাড়িয়া পাড়া এলাকায়, অপরজন সিলেটের বিশ্বনাথ উপজেলার।

এমন তথ্য জানিয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।

আজ শুক্রবার বিকালে পর্যন্ত হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী আছেন ১৯ জন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯ জন।

সুশান্ত কুমার জানান, উপসর্গ নিয়ে যারা ভর্তি আছেন, তাদের অন্যান্য শারীরিক সমস্যাও আছে। তন্মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে।

প্রসঙ্গত, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আজ করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  স্বস্তি ফিরেছে ইতালিতে, ঘরের বাইরে ৬ কোটি মানুষ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১