আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটে সাংবাদিক সমাজের মানববন্ধন, সাংবাদিক পীর হাবিবের বাসায় হামলার প্রতিবাদ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০, ০৬:৩৯ অপরাহ্ণ
সিলেটে সাংবাদিক সমাজের মানববন্ধন, সাংবাদিক পীর হাবিবের বাসায় হামলার প্রতিবাদ

সিলেটে সাংবাদিক সমাজের মানববন্ধন

শেয়ার করুন/Share it

সিলেটের বার্তা ডেস্ক:: সাংবাদিক সমাজ সিলেটের উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনে এ কর্মসূচী পালন করা হয়।

বাংলাদেশ প্রতিদিন’র নির্বাহী সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় বর্বরোচিত হামলার প্রতিবাদে কর্মসূচিতে সিলেটের সকল শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নিয়ে ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পীর হাবিবুর রহমান মুক্তিযুদ্ধ, দেশ ও মানুষের পক্ষে বিরামহীন লিখছেন। সাম্প্রদায়িক শক্তি, রাষ্ট্রদ্রোহী ও মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের বিরুদ্ধে তার লিখনী সবসময় সোচ্চার। তার ক্ষুরধার লেখনীর কারণে তিনি এর আগেও বহুবার দুর্নীতিবাজ-লুটেরাদের চক্ষুশুলে পরিণত হয়েছেন। সত্য ও সুন্দরের পক্ষে তার লেখনী অব্যাহত থাকায় মহলবিশেষ গুজব রটিয়ে তার বাসায় ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। গুজব রটনার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে গ্রেফতার করা গেলে এই হামলার প্রকৃত কারণ উদঘাটন সম্ভব হবে। তা না হলে এভাবে গুজব রটিয়ে আগামীতে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাতে পারে ষড়যন্ত্রকারীরা। বক্তারা অবিলম্বে হামলা ও গুজব ছড়ানোর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুল্লাহ সিদ্দিকী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকন্দর আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই ইউ শহীদুল ইসলাম শাহীন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রনব কান্তি দে, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আবদুল্লাহ গুলজার, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আতিকুর রহমান সুহেদ, করিম মিয়া, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার, ব্যবসায়ী নেতা মুনিম মল্লিক মুন্না, হোসাইন আহমদ, জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সহ সভাপতি আজাদুর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া শিপলু, জাতীয় ব্যাডমিন্টন তারকা জামিল আহমদ দুলাল, রাহাত কবীর খালেদ, সিলেট জেলা ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদির, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, নুরুল ইসলাম সোহেল, ফজলুর রহমান জসিম, ইশতিয়াক আহমদ পিন্টু, জাকির আহমদ, ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ সাগর, ফারহান সিদ্দিকী, সারোয়ার হোসেন চৌধুরী, ফয়জুর রহমান ফয়েজ, রাফিউল করিম মাসুম, সাহান আহমদ, সৈয়দ হাসান শাহরীয়ার রফি, শেখ ইয়াহইয়া, সোহাগ রাজ, তরুণ উদ্যোক্তা শাকিল জামান, তামিমুল করিম হৃদয়, শিব্বির আহমদ প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক আহবায়ক সালাম মশরুর, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সহ সভাপতি মঈন উদ্দিন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা’র সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন মঞ্জু, সাধারণ সম্পাদক সজল ছত্রী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট জেলার আহবায়ক বিলকিস আক্তার সুমি, সাংবাদিক দেবাশীষ দেবু, সৈয়দ রাসেল, সাদিকুর রহমান সাকী, মারুফ আহমদ, গুলজার আহমদ, প্রত্যুষ তালুকদার, কাইয়ূম উল্লাস, মো. আজমল খান, নুরুল হক শিপু, সজল ঘোষ, ওলিউর রহমান, তুহিনুল হক তুহিন, আশরাফ চৌধুরী রাজু, ইউসূফ আলী, নূরুল ইসলাম, সাকিব আহমদ মিঠু, শফি আহমদ, শাহীন আহমদ, এসএম রফিকুল ইসলাম সুজন, কাইয়ুম আল রনি, আবদুল আহাদ, সাজলু লস্কর, এনামুল হক, সুলতান সুমন, রাশেদুল হাসান শোয়েব, সেলিম আহমদ, শেখ মো. লুৎফুর রহমান, শাহজাহান সেলিম বুলবুল, ইদ্রিস আলী, দিব্য জ্যোতি সী, মিঠু দাস জয়, মিলন আহমদ, মোকলেসুর রহমান, মোজাম্মেল হক, রেজওয়ান আহমদ, বাপ্পা মৈত্র প্রমুখ।

আরও পড়ুন:  নৌকার জন্য ভোট চাইলেন অধ্যাপক জাকির
সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১