আজ বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে উদ্বোধনের আগেই ধ্বসে গেল সেতু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১, ২০২১, ০৩:২৪ অপরাহ্ণ
সুনামগঞ্জে উদ্বোধনের আগেই ধ্বসে গেল সেতু
শেয়ার করুন/Share it

উদ্বোধনের আগেই ধ্বসে গেল সেতু। সুনামগঞ্জের জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নে নির্মাণাধীন একটি সেতু ধ্বসে পড়ার খবর পাওয়া গেছে।

রবিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে ৫৩ কোটি টাকা ব্যয়ে তিনটি সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। বাস্তবায়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এএম বিল্ডার্স।

প্রায় ২ বছর ধরে এই ব্রিজটি নির্মাণ কাজ চলছে। প্রতিদিন অর্ধশতাধিক শ্রমিক এই ব্রিজের কাজ করে যাচ্ছেন।

এদিকে স্থানীয়রা জানান, ব্রিজটিতে নিম্নমানের কাজ করা হয়েছে। এটা আমাদের জন্য দূর্ভাগ্য ও এটা দেশের জন্য ক্ষতিকর। এছাড়া ব্রিজটির সাথে সংশ্লিষ্টদের সঠিক ভাবে তদারিক না করার ফলে ব্রিজটি ধ্বসে পড়েছে।

সওজ জানায়, সোমবার ভোরে অন্যস্থানে তৈরি করা গার্ডার সেতুর পাটাতনের উপর বাসানের কাজ শুরু করে কর্তৃপক্ষ। এসময় চারটি হাইড্রোলিক জ্যাকের একটি বিকল হয়ে গেলে সেতুটি ধ্বসে গিয়ে মাটিতে বসে যায়।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, গার্ডার ধ্বসের ফল সেতুর মূল কাটামোর কোনরূপ ক্ষতি হয়নি। ধ্বসে যাওয়া গার্ডারগুলো ঠিকাদার তার নিজ খরচে অপসারণ করে নতুন করে করে গার্ডার বসিয়ে দিবেন।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হচ্ছেন সিলেটের ডা. এনায়েত
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০