আজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের মধ্যে সংঘর্ষে আহত ২৫, আটক ১০

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২০, ০৮:৩৫ অপরাহ্ণ
হবিগঞ্জে দুই চেয়ারম্যানের মধ্যে সংঘর্ষে আহত ২৫, আটক ১০

সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা।

শেয়ার করুন/Share it

লিটন পাঠান, হবিগঞ্জ থেকে:: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জে সাবেক ও বর্তমান দুই চেয়ারম্যানদের লোকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এতে আহত হয়েছেন ২৫ জন। এ ঘটনায় পুলিশ আটক করেছে ১০ জনকে।

ঘটনাটি আজ শুক্রবার (২৮-আগস্ট) দুপুরে হবিগঞ্জের সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা বর্তমান ইউপি চেয়ারম্যান মো. তাজ উদ্দিন এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আওয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

এর জের ধরে শুক্রবার জুমার নামাজের পূর্বে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পরে জুমার নামাজের পর দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ আবারও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১০ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। তারা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী জানান, দুই চেয়ারম্যানের বিরোধে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  এক কেজির বেশি পেঁয়াজ বিক্রি নিষেধ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০