আজ বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালের খাবার খেয়েছেন কামরান, অবস্থা ‘উন্নতির দিকে’

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৯, ২০২০, ০৯:০৯ অপরাহ্ণ
হাসপাতালের খাবার খেয়েছেন কামরান, অবস্থা ‘উন্নতির দিকে’
শেয়ার করুন/Share it

সিলেটের বার্তা ডেস্ক:: প্রথম প্লাজমা দেওয়ার পর থেকে শারীরীক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের।

আজ ৯ জুন, মঙ্গলবার হাসপতালের দেয়া খাবারও খেয়েছেন তিনি।

এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও কামরান পরিবারের ঘনিষ্টজন মেহেদী কাবুল। তিনি জানান, সিএমএইচ-এ কামরানকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

সোমবার তাকে প্রথম প্লাজমা দেয়া হয়েছে। এরপর থেকে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। মঙ্গলবার সকালে তিনি হাসপাতাল থেকে দেয়া খাবারও খেয়েছেন।

তিনি আরো জানান, বদরউদ্দিন আহমদ কামরানের অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় আজ দ্বিতীয় প্লাজমা দেয়ার কথা থাকলেও চিকিৎসকরা কিছুটা সময় নিয়েছেন।

তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শনিবার তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বিমানবাহীনির এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন আজ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১