ডেস্ক নিউজঃ সিলেটের কৃতি সন্তান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ প্রবীণ চার রাজনীতিবিদকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় সিলেটের কৃতি সন্তান, সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আবু নছর এডভোকেট, ইনাম আহমদ চৌধুরী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় তিনি তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শনিবার সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত