আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সরকারি কাজে বাঁধা, চাঁদা না পেয়ে হামলা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৩, ২০২০, ০৬:৩১ অপরাহ্ণ
সরকারি কাজে বাঁধা, চাঁদা না পেয়ে হামলা
শেয়ার করুন/Share it

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে সরকারি কাজে বাঁধা প্রদান ও শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে সিলেট সদর উপজেলার শাহজালাল বাজারে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উন্নয়নে সরকারি পাইলিং কাজে বাধা ও
শ্রমিকদের মারধর করেছে দুর্বৃত্তরা। এতে ৫ শ্রমিক আহত হয়েছেন।

অভিযোগ উঠেছে, দাবিকৃত চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা এ হামলা চালায়।

এতে আহত হন আবদুল কাদির, মনির, সজীব, আল আমিন ও আবদুল বাতির বিলা।

আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদের মধ্যে আবদুল কাদিরের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সরকার বিভাগের পাইলিং কাজের ঠিকাদার ফাহিমুল ইসলাম ফাহিম বলেন, শাহজালাল বাজার উন্নয়নে এলজিইডির ৪ তলা ভবনের কাজের পাইলিং ছলছে।

স্থানীয় মেম্বার মুহিত আলম শফিকসহ অন্যরা এ কাজে চাঁদা দাবি করে।

দাবিকৃত চাঁদা না পেয়ে শুক্রবার বেলা ১২টার দিকে শফির মেম্বারের নেতৃত্বে তার লোকজন
কাজের সাইটে এসে ফের চাঁদা দাবি করে।

অন্যথায় কাজ বন্ধ করার কথা বলে। শ্রমিকরা কাজ বন্ধ না করলে শফিক মেম্বারের লোকজন অতর্কিত হামলা চালিয়ে ৫ শ্রমিককে আহত করে।

শ্রমিকদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শফিক মেম্বার ও তার লোকজন পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানান, ঠিকাদার এসোসিয়েশন বিষয়টি জানিয়েছেন। তারা লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  সময়োপযোগী বাজেটের জন্য মহানগর আওয়ামী লীগের অভিনন্দন
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১