আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শাহরুখের বিনোদন কর বাকি ৩.৫ কোটি টাকা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৯, ২০২০, ০৩:২১ অপরাহ্ণ
শাহরুখের বিনোদন কর বাকি ৩.৫ কোটি টাকা
শেয়ার করুন/Share it

বিনোদন বার্তা:: বলিউডের কিং খান খ্যাত শাহরুখের বিনোদন কর বাকির হিসেব শুনলে চোখ কপালে উঠে যাবে ভক্তদের। আইপিএলে এনিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

আগামী ২৯ মার্চ মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। এর আগে দুঃসংবাদ ধেয়ে এলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে। তাদের বিনোদন কর বকেয়া রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে রীতিমতো ক্রিকেটপাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

কলকাতা পৌরসভাসূত্রে খবর, কেকেআরের ৩.৫ কোটি টাকার বিনোদন কর বাকি রয়েছে। এরই মধ্যে বিষয়টি তাদের অবহিত করেছেন পৌরসভার মেয়র পারিষদ অতীন ঘোষ। তিনিই কর সংগ্রহের দায়িত্বে রয়েছেন।

মূলত টিকিট বিক্রির অর্থ থেকে এ বিনোদন কর দেয়া হয়। এখানেই ঘাপলা রয়েছে। বকেয়া ইস্যুতে ইতিমধ্যে মেয়রের সঙ্গে কথা বলেছেন নাইটকর্তারা। তারা জানিয়েছেন, দলের ম্যাচে ইডেনে দর্শক সংখ্যা হয় ৬৫ হাজার, যার মধ্যে ৪৮ হাজার টিকিট বিক্রি করা হয়। বাকিগুলো কম্পিমেন্টারি টিকিট হিসেবে ভাগ করে দেয়া হয়। সে ক্ষেত্রে শুধু টিকিট বিক্রি থেকে বিনোদন কর হিসেবে প্রতি বছর ২৫ লাখ টাকা দেয়া হয়।

তবে তাদের দেয়া তথ্যে সন্তুষ্ট নয় পৌরসভা। শিগগির তা খতিয়ে দেখবেন তারা। নাইটদের বকেয়া নিয়ে একেবারেই খুশি নন মেয়র অতীন ঘোষ।

আগামী ৩১ মার্চ ২০২০ আইপিএল অভিযান শুরু করবে কলকাতা। ওই দিন অ্যাওয়ে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লড়বেন তারা। এ নিয়ে তৃতীয় মৌসুমে দীনেশ কার্তিকের নেতৃত্বে মাঠে নামছে কেকেআর।

অধিনায়ক হিসেবে নিজের প্রথম মৌসুমে নাইট ব্রিগেডকে প্লে-অফ নিয়ে যান তিনি। তবে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে ২০১৯ আইপিএল শেষ করেন তারা। এবার নিলামে শক্তিশালী দল গড়ায় শিরোপা জয়ের প্রত্যাশা বলিউড কিং শাহরুখ খানের দলের।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  না ফেরার দেশে এটিএম শামসুজ্জামান
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১