আজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় স্থগিত হল এইচএসসি পরীক্ষা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২২, ২০২০, ০৫:২৮ অপরাহ্ণ
করোনায় স্থগিত হল এইচএসসি পরীক্ষা
শেয়ার করুন/Share it

শিক্ষাঙ্গন বার্তা:: প্রাণঘাতী করোনাভাইরাসে সৃষ্টি হওয়া চলমান সংকটময় পরিস্থিতি স্থগিত করা হয়েছে এইচএসসি পরীক্ষা।

রোববার (২২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী এপ্রিল মাসের প্রথম দিকে নতুন রুটিন জানানো হবে।

এর আগে রোববার (২২ মার্চ) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত অনিবার্য কারণে স্থগিত করা হল। পরীক্ষার্থীদের নিজ বাসায় থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।

১৮ মার্চ (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।

এদিকে করোনাভাইরাস রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সঙ্গে সব কোচিংও বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  ১৫ রোজা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০