আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনায় দেশে প্রথম শিশুর মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০, ০১:৪০ অপরাহ্ণ
করোনায় দেশে প্রথম শিশুর মৃত্যু
শেয়ার করুন/Share it

সিলেটের বার্তা ডেস্ক:: মরণব্যধি করােনা ভাইরাসে কেড়ে নিল বাংলাদেশে এই প্রথম শিশুর প্রাণ।

চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সোমবার রাত আড়াইটায় এই ছয় বছর বয়সী শিশুটি মারা যায়।

দেশে ১০ বছরের নিচে কোনও শিশুর এটাই প্রথম মৃত্যু।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিবিসিকে বলেন, ‘বাংলাদেশে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সর্বনিম্ন বয়স ছিল ৩২ বছর। ফলে এটি বাংলাদেশে দশ বছরের নিচে প্রথম মৃত্যু বলা যায়।’

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বিবিসিকে বলেন, রাতে শিশুটিকে টার্মিনাল স্টেজ অর্থাৎ মারা যাবার আগ মূহুর্তে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।হাসপাতালে ভর্তির কুড়ি মিনিটের মধ্যেই শিশুটি মারা যায়।

শিশুটির বাড়ি চট্টগ্রামের পটিয়াতে। গত কয়েকদিন ধরেই সে জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিল। এক পর্যায়ে চিকিৎসকের পরামর্শে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে, রোববার সন্ধ্যায় রিপোর্ট পাওয়া যায় যে, শিশুটি কোভিড-১৯ পজিটিভ। তখনও শিশুটি কোনও হাসপাতালে চিকিৎসা নেয়নি।

ডা. নাথ বলেছেন, রাতে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে পটিয়া থেকে আন্দরকিল্লায় ওই হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি জানিয়েছেন, শিশুটি শারীরিক প্রতিবন্ধী ছিল। তবে তার অন্য কোনও রোগের ইতিহাস ছিল কিনা সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ডা. অসীম কুমার নাথ আরও বলেন, শিশুটি কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, সে সম্পর্কে হাসপাতালে কোনও তথ্য নেই।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মোট মানুষের সংখ্যা ১৪ জন। চট্টগ্রামে যে কয়েকটি জায়গায় করোনাভাইরাস আক্রান্ত মানুষের চিকিৎসা করা হয় আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল তার অন্যতম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাসে শিশুরা তুলনামূলকভাবে কম আক্রান্ত হয়।

প্রাথমিক পর্যায়ে বিশ্বে আক্রান্ত শিশুর সংখ্যা ছিল দশমিক সাত শতাংশের মত।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  মঙ্গলবার সিলেটে ২১ জনের করোনা শনাক্ত
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১