আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্ট্যান্ডের ‘জায়গা’ না দিলে সোমবার থেকে পরিবহন ধর্মঘট

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৮:৪৮ অপরাহ্ণ
স্ট্যান্ডের ‘জায়গা’ না দিলে সোমবার থেকে পরিবহন ধর্মঘট
শেয়ার করুন/Share it

সিলেটের প্রশাসন ও মেয়র আরিফুল হক চৌধুরীকে আগামী ২২ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৬টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

ওই সময়ের ভেতরে স্ট্যান্ডের জন্য নির্দিষ্ট জায়গা করে না দিলে সোমবার সকাল ৬টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুমকীও দিয়েছেন তারা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ গাড়ি স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের সময় গাড়ি ভাঙচুরের ঘটনায় শ্রমিক নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত নেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (১৪১৮) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলাম।

বৈঠকে তিনি বলেন, আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত আমরা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সময় বেঁধে দিলাম। এই সময়ের মধ্যে আমাদের স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ করে না দিলে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  করোনা কেড়ে নিল আরও ৯১ প্রাণ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১