আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে কাজের মেয়েকে ধর্ষণ, ১৪ বছর পর পুলিশের জালে ধর্ষক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৪, ২০২১, ০২:৪৪ অপরাহ্ণ
বিয়ানীবাজারে কাজের মেয়েকে ধর্ষণ, ১৪ বছর পর পুলিশের জালে ধর্ষক

গ্রেফতারকৃত জিয়াউর রহমান

শেয়ার করুন/Share it

সিলেটের বিয়ানীবাজারে কাজের মেয়ে ধর্ষণ মামলায় ১৪ বছর পর ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত জিয়াউর রহমান (৩৬) ২০০৬ সালে ধর্ষণের ঘটনার পর থেকেই পলাতক ছিলো বলে পুলিশ জানিয়েছে।

সে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পশ্চিমপাড় এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

আজ সোমবার (১৪ জুন) সকালে গোলাপগঞ্জ এলাকার আছিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ২০০৬ সালে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

জানা যায়, আসামী জিয়াউর রহমানের পরিবারে গৃহপরিচারিকার কাজ করতেন এই ধর্ষিতা। তখন ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে সে।

একসময় ভিকটিম সন্তানসম্ভবা হয়ে পড়লে তাকে তাড়িয়ে দেয়া হয়। এ ঘটনার পর থানায় মামলা হলে আত্মগোপনে চলে যায় আসামী জিয়াউর। বিয়ানীবাজার থানার উপ-পরির্দশক (এসআই) রুমেন ও সহকারী উপ-পরিদর্শক (এইসআই) রতন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
সূত্র জানায়, মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ওই মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, গ্রেফতার জিয়াউর রহমানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  জৈন্তাপুরে ৩৬৮জনকে ফ্রি চক্ষু সেবা দিল এম. আহমেদ টি এন্ড ল্যান্ডস
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১