আজ শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাড়পত্র না থাকায় জৈন্তাপুরে ধ্বংস করা হলো ৭টি স্টোন ক্রাশার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২০, ২০২১, ১১:১৬ অপরাহ্ণ
ছাড়পত্র না থাকায় জৈন্তাপুরে ধ্বংস করা হলো ৭টি স্টোন ক্রাশার
শেয়ার করুন/Share it

পরিবেশগত ছাড়পত্র না থাকার অপরাধে সিলেটের জৈন্তাপুরে পাথর ভাঙার ৭টি মেশিন (স্টোন ক্রাশার) ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

সেই সাথে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আজ রবিবার (২০ জুন) দুপুরে জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ্গ এলাকায় পরিবেশ অধিদপ্তর সিলেট ও র‌্যাব-৯ এর সহায়তায় গঠিত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পাথর ভাঙ্গার ফলে ৩টি ক্রাশার মিলকে ৫০ হাজার করে দেড়লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৭টি স্টোন ক্রাশার ধ্বংস করে ভ্রাম্যমান আদালত। সিলেট জেলার পাঁচটি উপজেলায় (সিলেট সদর, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট) পরিবেশগত ছাড়পত্রহীন পাথর ভাঙ্গার মেশিন অবিলম্বে বন্ধের নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের।

অভিযানে নেতৃত্ব দেওয়া পরিবেশ অধিদপ্তর, সিলেটের পরিচালক মো. এমরান হোসেন বলেন, ‘এই প্রতিষ্ঠান গুলোর পরিবেশগত কোনো ছাড়পত্র নেই। ফলে এটা হাইকোর্টে নির্দেশনার পরিপন্থী। এছাড়া এসব প্রতিষ্ঠানের কোনো সীমানা দেয়ালও নেই। ফলে এতে করে পরিবেশগত ঝুঁকি তৈরি হচ্ছে এসব এলাকায়। তাই আমরা এই অভিযান চালিয়ে জরিমানা ও ক্রাশার মেশিন ধ্বংস করেছি।’ পরিবেশ রক্ষার স্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  ধর্ষণকারীদের আইনের হাতে তুলে দিতে বললেন ছাত্রলীগের সভাপতি
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০