আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটে লকডাউনের খবরে বাজারে ভীড়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৬, ২০২১, ০৩:৫৭ অপরাহ্ণ
সিলেটে লকডাউনের খবরে বাজারে ভীড়
শেয়ার করুন/Share it

এমনিতেই নিত্যপণ্যের বাজারে জ্বলছে আগুন। ৫০-৬০ টাকার নিচে নেই কোন তরিতরকারি।

এর মাঝে শুক্রবার থেকে কড়া লকডাউনের খবর ছড়িয়ে পড়ায় মানুষের মাঝে এক ধরণের হতাশা বিরাজ করছে।

শনিবার সিলেটের সোবহানীঘাট, বন্দরবাজার, কালিঘাটসহ পাইকারি বাজারে সদাই করতে ক্রেতাদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়।

সরকারের পক্ষ থেকে আগামী সোমবার থেকে আরও কঠোর লকডাউন আসছে এমন খবরে মানুষ হাটে বাজারে ভির করতে শুরু করেছেন।

 

কাঁচা বাজার করতে আসা নাম প্রকাশ না করার শর্তে একজন ক্রেতা  বলেন, করোনাভাইরাসের কারণে সরকার মানুষকে হাটে বাজারে মাস্ক ছাড়া অবাধে চলাচল করতে নিষেধ করেছে। তবে বাজারে সবাই মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন। আসলে আমরা যদি নিজেই সচেতন না হই তাহলে সরকারের একার পক্ষে আইন করে কি লাভ?

একজন সবজি বিক্রেতা বলেন, শুক্রবার রাত পর্যন্ত কাঁচা সবজির দাম কম ছিল। শনিবার সকালে সেগুলোর দাম একটু বেড়েছে। এখন আমরা বেশি টাকা দিয়ে কিনে সেটার যদি দাম একটু বেশি না নিতে পারি তাহলে কিভাবে ছেলেমেয়ে নিয়ে এই করোনাকালীন সময়ে বাঁচবো।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  গাছে গাছে পাকা তাল, ঘরে ঘরে পিঠার উৎসব
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১