আজ বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে তাহিরপুরে নদীর পানি বৃদ্ধি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৯, ২০২১, ০৭:৫৮ অপরাহ্ণ
টানা বৃষ্টিতে তাহিরপুরে নদীর পানি বৃদ্ধি
শেয়ার করুন/Share it

কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুনামগঞ্জের তাহিরপুরে বৃদ্ধি পেয়েছ নদীর পানি।

১৮ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যাদুকাটা নদীর পানি।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, যাদুকাটা নদীর পানি শক্তিয়ারখলা পয়েন্টে বিপদ সীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই নদীর পানি ৯১ সেন্টিমিটার বেড়ে উপজেলার পাটলাই, বৈৗলাই সহ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

ইতিমধ্যে তাহিরপুর টু সুনামগঞ্জ মেইন রাস্তার আনোয়ারপুর ও সত্তেরখলা নামক স্থানের প্রায় এক কিলোমিটার জায়গা পানিতে তুলিয়ে গেছে। ফলে এই রাস্তা দিয়ে যাতায়েতকারী ছোট বড় বেশ কয়েকটি গাড়ী আটকা পড়েছে। আর যাত্রীরা ছোট ছোট নৌকা দিয়ে ঝুকি নিয়ে পারাপার হচ্ছে।,

সুনামগঞ্জের পানি উন্নয়ন র্বোড নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় যাদুকাটা নদীর শক্তিয়ারখলা পয়েন্টে ১৮০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী ৭২ ঘন্টা এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরো বৃদ্ধি পাবে।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  এবার কৃষকের ধান কাটতে কাচি হাতে মাদরাসার ছাত্র-শিক্ষক
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১