আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বাইরে বের হওয়ায় আটক ৪৫জন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২, ২০২১, ০৫:৫২ অপরাহ্ণ
মৌলভীবাজারে বাইরে বের হওয়ায় আটক ৪৫জন
শেয়ার করুন/Share it

কঠোর লকডাউন আইন ভঙ করে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ায় মৌলভীবাজারে ৪৫জনকে আটক করেছে পুলিশ এবং স্বাস্থ্যবিধি না মানায় মোট ৭জনকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বড়লেখা উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে উপজেলার বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেছে।

এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাইরে অবস্থান করায় ৪৫জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।
এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাইরে অবস্থান করায় ৪ জনকে আটক করা হয়।

এদিকে জুড়ীতে শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ, সেনা ও বিজিবি যৌথ ভাবে মাঠে অবস্থান করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানার নেতৃত্বে উপজেলা শহরে জোরালো অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আইন অমান্য করায় তিন জনকে ৯শত টাকা জরিমানা করা হয়।

অভিযান কালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  সিলেটের চার ল্যাবে ৩৮৫ জনের করোনা শনাক্ত
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১