আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ৬১ জনের করোনা শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৫, ২০২১, ০৩:১৩ অপরাহ্ণ
মৌলভীবাজারে ৬১ জনের করোনা শনাক্ত
শেয়ার করুন/Share it

মৌলভীবাজারে গত ২৪ ঘন্টায় (রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত) রেকর্ড সংখ্যক ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও একজন।

জেলাটিতে ডেল্টা ভ্যারিয়েন্ট করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ হার দ্রুত বাড়ছে।

আক্রান্তের হার ৪৩ শতাংশ। গত রোববার (৪ জুলাই) এই শনাক্তের হার ছিলো ৪৭ দশমিক ৭ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার বেড়েছে।

বিষয়টি সোমবার (৫ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরোও একজন। তিনি কুলাউড়া উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত জেলায় মোট ৩১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত ৬১ জনের মধ্যে রাজনগরের ৪ জন, কুলাউড়ার ১৭ জন, বড়লেখার ৪ জন, কমলগঞ্জের ১ জন, শ্রীমঙ্গলের ৬ জন, জুড়ীর ৬ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ২৩ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা শূন্য।

মোট মারা গেছেন ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৭৩২ জন বলে জানান তিনি।

করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের ‌কঠোর বিধি-নিষেধ (লকডাউন) শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  সিলেটে ধরা পড়লো আরও ৫৪ জনের করোনা
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১