আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হবিগঞ্জ থেকে ৬ কোটি টাকার সাপের বিষ জব্দ, আটক ২

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১২, ২০২১, ০৮:১৮ অপরাহ্ণ
হবিগঞ্জ থেকে ৬ কোটি টাকার সাপের বিষ জব্দ, আটক ২
শেয়ার করুন/Share it

৬ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুই যুবককে আটক করা হয়েছে।

হবিগঞ্জের সদর উপজেলার আটঘরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন ও একই গ্রামের এজাবত আলীর ছেলে আলা উদ্দিন।

সোমবার (১২ জুলাই) হবিগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে সাপের বিষ সংগ্রহ করে দীর্ঘদিন ধরে পাচার করে আসছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব।

এসময় প্রায় ৯ কেজি সাপের বিষসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ছয় কোটি টাকা।

মামলার তদন্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এগুলো নিজেদের বলে স্বীকার করে এগুলো কোবরা সাপের বিষ বলে জানিয়েছেন।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  মাধবপুরে সাগরিকা পরিবহনের ধাক্কায় ৩ অটোরিকশা যাত্রী নিহত
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১