আজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষ কর্মী নিতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের অনুরোধ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১৮, ২০২১, ০১:২৬ অপরাহ্ণ
দক্ষ কর্মী নিতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের অনুরোধ
শেয়ার করুন/Share it

দক্ষ কর্মী নিতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ড. আহমেদ নাসের আল মোহাম্মেদ আল সাবাহার কাছে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ রবিবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ড. আহমেদ নাসের আল মোহাম্মেদ আল সাবাহার সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান।

উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

বৈঠকে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, তথ্য প্রযুক্তি ও সাইবার সিকিউরিটি খাতে বাংলাদেশের সহায়তা চান। এছাড়া দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ সভার জন্য প্রস্তাব দেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদে প্রস্তাবে সমর্থন দেওয়ায় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, তাসখন্দে ‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ ‘ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ১৪ জুলাই উজবেকিস্তান গেছেন ড. মোমেন।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  সাবেক এমপি মুফতি শহীদুল ইসলামের ইন্তেকাল
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০